Student Name- Md.Fahimul Islam Sifat
1 / 11
1) সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮০% প্রাপ্ত নম্বর থাকতে হবে।
2 / 11
2) বিদ্যালয়ের উপস্থিতির ক্ষেত্রে কমপক্ষে ৮০% থাকতে হবে ।
3 / 11
3) শৃঙ্খলাবোধ : শ্রেণিকক্ষে, নিজ বাড়িতে, টিফিনের সময়, নামাজের স্থানে ইত্যাদি সর্বাবস্থায় বজায় রাখতে সচেষ্ট থাকা।
4 / 11
4) অভিভাবকদের সহযোগিতা : বাসায় অবস্থানকালীন নির্দেশিত কাজগুলো যথাযথভাবে শিক্ষার্থীদের করতে সহায়তা করা ও সেগুলোর প্রতিবেদন যথাযথভাবে সংরক্ষণ করা এবং সংশ্লিষ্ট এ্যাডমিন টিচারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে হস্তান্তর করা।
5 / 11
5) সৃজনশীল দক্ষতা।
6 / 11
6) আনুগত্য : বাবা-মা, শিক্ষক ও বড়োদের সৎ-সঠিক নির্দেশনা মান্য করা।
7 / 11
7) শুদ্ধাচার : প্রমিত উচ্চারণে কথা বলা, বাবা-মা, ভাই-বোন, বড়ো-ছোটো, শিক্ষক-গুরুজনদের সাথে সুন্দর আচরণ ও ব্যবহার করা।
8 / 11
8) সচেতনতা : সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, পরিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে সচেষ্ট থাকা।
9 / 11
9) আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীলতা
10 / 11
10) পরিষ্কার-পরিচ্ছন্নতা (শরীর ও পরিবেশ) : বিদ্যালয়ের নির্ধারিত পোশাক, জুতো, নিজের চুল, নখ, দাঁত ইত্যাদি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
11 / 11
11) সহযোগিতার মনোভাব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার দৃষ্টিভঙ্গি। যেমন- সহপাঠী ও খেলার সাথিদের সাথে ভালো ও কল্যাণকর ব্যবহার করা।
Your score is
Restart quiz